ভালো বলতে না পারলে চুপ থাকুন

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের খাতির করে; যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণœ রাখে এবং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। [বুখারি ৬১৩৮, মুসলিম ১৪৬৮, তিরমিজি ১১৮৮, আহমাদ ৭৫৭১] অপর রেওয়ায়েতে এই বাক্যটি যোগ হয়েছেÑ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারি ৬০১৮, মুসলিম ১৪৬৮]

No comments

Powered by Blogger.